রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৬ পিএম, ১৮ই মে ২০২৫

রাজধানীর মিরপুর-১৩ শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ মে) রাজধানীর মিরপুর-১৩ শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: রাজধানীর মতিঝিলে আগুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল অফিসার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগে খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুনের ঘটনায় সাহায্য করতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি এবং পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
এসডি/