প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ৯ জুন


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৩ পিএম, ৪ঠা জুন ২০২৫


প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ৯ জুন
ছবি: সংগৃহীত

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে যুক্তরাজ্যে ১০-১৩ জুন দ্বিপাক্ষিক সফর করবেন প্রধান উপদেষ্টা । ৯ জুন রওনা হবেন।  


বুধবার (৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এই তথ্য জানান। 


তিনি বলেন, সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য যাবেন। যুক্তরাজ্যের পক্ষ থেকেই একে সরকারি সফর বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ১০ জুন রাতে লন্ডন পৌঁছাবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন।


তিনি বলেন, সম্পোর্কন্নয়নে এই সফরটি গুরুত্বপূর্ণ।  দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার এটিই প্রথম ইউরোপীয় রাষ্ট্রের সফর। সফরে বাণিজ্যে বিশেষ সুবিধা নিয়ে আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ফান্ড বৃদ্ধি এবং প্রত্যাবাসনে যুক্তরাজ্যের কাছে সহায়তা চাওয়া হবে। 


রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টার এই সফরে পাচার হওয়া অর্থ পুনুরুদ্ধারে যুক্তরাজ্যের সাহায্য চাওয়া হবে। এছাড়া চলমান সংস্কার নিয়েও আলোচনা হবে। 


ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের সাথে বেকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।  কমনওয়েলথ ও ইন্টারন্যাশনাল মেরিটাইমের মহাসচিবরা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। 


এই সফরে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে বলেও জানান তিনি।


এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকার সম্ভাবনা আছে কীনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু বৈঠকটি যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে হওয়ার কথা সেক্ষেত্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর থাকার কথা নয়। এর বাইরে ওই বৈঠক নিয়ে বলার মতো কিছু নেই।


অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন স্ট্যাটাসে তারেক জিয়া যুক্তরাজ্যে আছে তা জানা নেই। 


ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরো বলেন, যেসব দেশে টাকা পাচার হয়েছে, সব দেশের সাথেই এমএলএটি নিয়ে যোগাযোগ হচ্ছে। 


সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নিয়ে সিদ্ধান্তের চাইতে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার জরুরি৷ 


তিনি বলেন, আদালত নির্দেশ না দিলে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না। 


বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় স্থাপন প্রক্রিয়াধীন।  সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে সুবিধা হবে বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।


আরএক্স/