ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিমি যানজট
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:২৯ এএম, ৫ই জুন ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ জুন) মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ির চাপ এবং সেতুতে কয়েকদফা টোল আদায় বন্ধ ও ধীরগতি থাকায় করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
এ ছাড়াও গোড়াই থেকে ধল্যা পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে কোঘাও ধীরগতি আবার কোথাও থেমে থেমে চলছে যানবাহন। সড়কে আটকা পড়েছে শতশত গাড়ি। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখো মানুষ ও চালকরা।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ জানান, অতিরিক্ত গাড়ির চাপ ও যমুনা সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
