মির্জাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৮ পিএম, ৬ই জুন ২০২৫

আব্দুস সাত্তার: টাঙ্গাইলের মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপারসপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ জুন) দূপুর ২টার দিকে সুপারসপের মালিক জুমার নামাজ আদায় করে সপে ফিরে তালাবদ্ধ সপে ধোঁয়ার কুন্ডলি দেখতে পায়।
পরে স্হানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল, মির্জাপুর,গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সঙ্গে সঙ্গে ঘটনাস্হলে উপস্থিত হয়ে সার্বক্ষণিক তদারকি করেন।
এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া উপস্থিত থেকে সার্বক্ষণিক তদারকি করেন।সুপারসপের মালিক জানান অগ্নিকাণ্ডের এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার বেশি হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
