শোকে মুষড়ে পড়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০৭ পিএম, ১৫ই জুন ২০২৫


শোকে মুষড়ে পড়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট
ফাইল ছবি।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে কমপক্ষে ১০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।


শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত দফায় দফায় এসব হামলার পর হারজগ সামাজিক যোগাযোগমাধ্য এক্সে দেওয়া এক শোক বার্তায় বলেন, তিনি এই হামলাকে ‘অপরাধমূলক ইরানি হামলা’ হিসেবে বর্ণনা করছেন। আহতদের দ্রুত সুস্থতা ও নিখোঁজদের নিরাপদে খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন। 


এর আগে জানানো হয়েছিল, তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে হামলার পর অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়। হারজগ বলেন, এই শোকের মুহূর্তে পুরো জাতি একসাথে দাঁড়িয়েছে। আমরা আমাদের নাগরিকদের পাশে আছি, যারা আজ সকালে ভীষণ বেদনা ও ক্ষতির মধ্যে পড়েছেন।


আরএক্স/