ধোঁয়া-কান্নায় আতঙ্ক, হেলিকপ্টার-অ্যাম্বুলেন্সে চলছে উদ্ধার অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠঘেঁষা একটি ভবনে আছড়ে পড়ে।
বিধ্বস্তের তীব্র শব্দ এবং মুহূর্তেই ছড়িয়ে পড়া আগুনের গোলায় কলেজের শ্রেণিকক্ষে চলমান পাঠদান বন্ধ হয়ে যায়। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অনেকেই কান্নায় ভেঙে পড়ে, কেউ কেউ আতঙ্কে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যেই পুরো কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে চরম অস্থিরতা।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। পাশাপাশি, আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও উদ্ধারে অংশ নেয়।
কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, “শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে সবাই চমকে ওঠে। আমরা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো হতাহতের নির্দিষ্ট তথ্য আমাদের হাতে নেই।”
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। কলেজের মূল ফটক ও আশপাশের সড়কে অভিভাবকদের দীর্ঘ সারি দেখা যায়। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় কেউ কাঁদছেন, কেউ মোবাইলে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়ে প্রথমে আটটি ইউনিট এবং পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও বিমান বাহিনীর সদস্যদের সহযোগিতায় উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
