হাসপাতালের আশেপাশে রক্তদাতারা এগিয়ে আসুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ২১শে জুলাই ২০২৫

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং shortly পরই দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৯ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, অর্ধশতাধিক দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন আছেন এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রক্তের চরম সংকট দেখা দিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্থ ও রক্তদানে সক্ষম নাগরিকদের জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হতাহতদের সাহায্যে এগিয়ে এসেছেন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ‘হিউম্যান এইড রিসার্চ ল্যাব এন্ড হাসপাতাল’ আইসিইউ সেবাসমূহ বিনা খরচে প্রদানের ঘোষণা দিয়েছে।
একজন ব্যবহারকারী শেখ মইনুল খোকন ফেসবুকে লেখেন, “উত্তরায় দুর্ঘটনায় হতাহত কারো আইসিইউ লাগলে হিউম্যান এইড রিসার্চ ল্যাব এন্ড হাসপাতালের আইসিইউ’র সকল সেবা বিনা খরচে প্রদান করা হবে।”
বহু মানুষ সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে আহতদের সুস্থতা কামনা করেছেন এবং সম্ভাব্য যেকোনো সহায়তায় প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা।
[রক্তদানের আগে নিজের রক্তের গ্রুপ জেনে নিন ও পরিচয়পত্র সঙ্গে রাখুন।]
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
