জাতীয় বার্নে ২ মরদেহ, নারী ও শিশুসহ ৫০ জন চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২০ পিএম, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত শিশুসহ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নারী ও শিশুসহ অন্তত ৫০ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই ভবনে ভয়াবহ আগুন ধরে যায়।
দুপুর আড়াইটার পর থেকে দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা শুরু হয়। এদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যু সেখানে নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন— অষ্টম শ্রেণির ছাত্র মো. তানভীর আহমেদ (ইংলিশ ভার্সন) এবং তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েদ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, “এ পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৫০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। অনেকের শরীরের বড় অংশ পুড়ে গেছে।”
অন্যদিকে, ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবিও উদ্ধার অভিযানে অংশ নেয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান ছিল। এ ঘটনায় চারজন আহত বিমান সদস্যকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা না গেলেও একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
