উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে বহু শিক্ষার্থীসহ অগণিত মানুষ আহত হয়েছেন এবং অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে প্রায় ৫০ জন গুরুতর দগ্ধ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, আরেকাধিক আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী। আহতদের দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত কাজের নির্দেশ দেন।
সরকারি তরফ থেকে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ওইদিন দেশের সব সরকারি, আধাসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
