উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪২ পিএম, ২১শে জুলাই ২০২৫


উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় ৭০ জন দগ্ধ শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সিএমএইচসহ নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর এটি বিধ্বস্ত হয়।


বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও প্রাণহানির ঘটনা ঘটে।


বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা বিরাজ করছে।


প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানান, বিধ্বস্ত বিমানটি সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পড়ে, যেখানে তখন ক্লাস চলছিল। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী আগুন ও ধোঁয়ার কবলে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত শতাধিক আহত শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ৭০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে বিমান বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা অংশ নেন।


এই দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।


আরএক্স/