বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড়, চাপ সামলাতে হিমশিম পুলিশ-আনসার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আহতদের ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহতদের আসার কারণে হাসপাতালের মূল চত্বর স্বজনদের ভিড়ে ভারী হয়ে উঠেছে। এ চাপ সামলাতে পুলিশ ও আনসার সদস্যরা হিমশিম খাচ্ছেন।
সোমবার (২১ জুলাই) সকাল থেকে এখন পর্যন্ত শতাধিক দগ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় আছেন। রোগীর স্বজনদের ভিড় ও আহাজারির কারণে হাসপাতালের পরিবেশ অতিরিক্ত চাপপূর্ণ হয়ে উঠেছে।
বার্ন ইনস্টিটিউটের নিরাপত্তাকর্মীরা জানান, এত মানুষ একসঙ্গে একত্রিত হওয়ায় নিয়ন্ত্রণে রাখতে কঠোর চেষ্টা চলছে। স্বজনরা কান্নাকাটি ও হাহাকার করছে, যা পরিস্থিতিকে আরো জটিল করছে। নতুন অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে বাঁশি বাজিয়ে স্বজন ও গণমাধ্যম কর্মীদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুরুতর দগ্ধদের জরুরি বিভাগে নেওয়া হচ্ছে। অতিরিক্ত চাপ সামাল দিতে কনফারেন্স রুম এবং স্টাফ ওয়ার্ডগুলো চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে।
তারা আবারো অনুরোধ করেছেন, যাদের অবস্থার উন্নতি হয়েছে, তারা হাসপাতালে ভিড় না করে ফোনে যোগাযোগ রাখবেন যাতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয় এবং হাসপাতালের পরিবেশ কিছুটা স্বাভাবিক থাকে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
