নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ পিএম, ২১শে জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়ে গেছে।
হাসপাতালের ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত না থাকার কারণে শতাধিক রোগীর অপারেশন ও চিকিৎসা ঝুঁকির মুখে পড়েছে। হাসপাতালের আনসার সদস্যরা বারবার মাইকিং করে নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের ৮ম তলায় এসে রক্তদান করার অনুরোধ জানাচ্ছেন।
হাসপাতালের একজন চিকিৎসক জানান, গুরুতর দগ্ধ শিশু, নারী ও শিক্ষার্থীদের জন্য বারবার রক্ত দিতে হচ্ছে, কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত প্রায় শেষ। তাই যারা নেগেটিভ গ্রুপের রক্তদাতা, তাদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং সামাজিক সংগঠনগুলোও এই সংকটের মুখে দ্রুত রক্তদান করার জন্য সকলকে অনুরোধ করেছে। রক্ত দিতে ইচ্ছুকরা সরাসরি হাসপাতালের ৮ম তলায় অথবা হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা
