রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবিমান নিখোঁজ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩২ পিএম, ২৪শে জুলাই ২০২৫


রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবিমান নিখোঁজ
ফাইল ছবি।

রাশিয়ায় প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।


নিখোঁজ বিমানটি ছিল সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এবং এটি সোভিয়েত যুগের নির্মিত আন-২৪ মডেলের। বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এর সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ বিমানটিতে আনুমানিক ৪০ জন আরোহী ছিলেন। তবে আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ৫ জন শিশু রয়েছে বলেও তিনি জানান।


বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই বিমানবন্দর, উদ্ধারকারী দল ও সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। এখনো পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা সংকেত পাওয়া যায়নি।


আন-২৪ মডেলের বিমানগুলো মূলত আঞ্চলিক রুটে ব্যবহৃত হয়। তবে এসব বিমানের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিশেষ করে রাশিয়ার দূরপ্রাচ্যের প্রত্যন্ত এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্বল ন্যাভিগেশন ব্যবস্থার কারণে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।


এ ঘটনায় পুরো অঞ্চলে চরম উদ্বেগ বিরাজ করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি বা আরোহীদের ভাগ্য সম্পর্কে কিছু জানা যায়নি।


এই প্রতিবেদনটি চাইলে আপনি সংবাদপত্র, নিউজ পোর্টাল, বা সামাজিক মাধ্যমে ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে সংক্ষিপ্ত সংস্করণও তৈরি করে দিতে পারি।


আরএক্স/