নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫২ পিএম, ২৬শে জুলাই ২০২৫


নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যু
ছবি: প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।


মৃত নাঈম শেখ ওই গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


আরও পড়ুন: নড়াইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে জরিমানা


স্বজনদের বরাতে জানা গেছে, রাতে খাবার শেষে নাঈম তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।


নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস জানান, ‘রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় চিকিৎসা শুরুর আগেই রাত ১টার দিকে সে মারা যায়।’


হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে সাপের উপদ্রব বাড়লেও বিষধর সাপ থেকে বাঁচার জন্য সচেতনতামূলক উদ্যোগ বা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।


এসডি/