মির্জাপুরে মাকে হত্যা করে ছেলের থানায় আত্মসমর্পণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৪ পিএম, ২৬শে জুলাই ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে মাকে মাথায় আঘাত করে হত্যা করে ঘাতক ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পন করেছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত ওই নারীর নাম ফুলমালা বেগম(৭০)।
তিনি ওই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী বলে জানা যায়। ঘটনার পর শনিবার ভোরে মির্জাপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ঘাতক ছেলে ইউনুস মন্ডল(২৫)।
শুক্রবার সন্ধ্যায় খাবার সময় কথা কাটাকাটির জেরে তার মাকে মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে গ্রেফতার ইউনুস মন্ডল।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,ফুলমালার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
