মির্জাপুরে মাকে হত্যা করে ছেলের থানায় আত্মসমর্পণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৪ পিএম, ২৬শে জুলাই ২০২৫


মির্জাপুরে মাকে হত্যা করে ছেলের থানায় আত্মসমর্পণ
ঘাতক ছেলে।

টাঙ্গাইলের মির্জাপুরে মাকে মাথায় আঘাত করে হত্যা করে ঘাতক ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পন করেছে।


শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত ওই নারীর নাম ফুলমালা বেগম(৭০)। 


তিনি ওই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী বলে জানা যায়। ঘটনার পর শনিবার ভোরে মির্জাপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ঘাতক ছেলে ইউনুস মন্ডল(২৫)। 


শুক্রবার সন্ধ্যায় খাবার সময় কথা কাটাকাটির জেরে তার মাকে মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে গ্রেফতার ইউনুস মন্ডল।


মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,ফুলমালার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এসডি/