রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৪৫ পিএম, ২রা আগস্ট ২০২৫


রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩
ছবি সংগৃহীত

রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জানা গেছে, এই হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।


শনিবার (২ আগস্ট) আঞ্চলিক গভর্নররা এ তথ্য জানিয়েছেন।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটটি রুশ অঞ্চল এবং রুশ-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১১২টি ড্রোন আটক প্রতিহত করেছে।


ইউক্রেনের সীমান্তে অবস্থিত রোস্তভ অঞ্চলে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার। 


আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কোর বলেছেন, ‘পেনজা অঞ্চলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ড্রোন হামলায় একজন মহিলা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।’


এছাড়া আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ ফেদোরিশ্চেভ জানান, সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে একজন বৃদ্ধ বাসিন্দা নিহত হন। ইউক্রেনীয় বিমান বাহিনী বলছে, রাশিয়া শনিবার রাতে ইউক্রেনে ৫৩টি ড্রোন এবং ডিকয় নিক্ষেপ করেছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫টি ড্রোন গুলি করে প্রতিহত করেছে।


খারকিভ অঞ্চলে গভীর রাতে ড্রোন হামলায় এগারো জন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছেন গভর্নর ওলেহ সিনিহুবভ। গত শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক দিনের শোক পালনের পর এই পারস্পরিক ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ৩১ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি ইউক্রেনীয় আহত হন।


সূত্র: এপি