চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২১ পিএম, ২রা আগস্ট ২০২৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিষধর কোবরা সাপের কামড়ে রানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। তার চার মেয়ে ও এক ছেলের রয়েছে। ছেলে প্রবাসে থাকেন, স্বামী তিন বছর আগে মারা যান।
নিহতের মেয়ে নাছিমা বলেন, ‘আমার ভাইয়ের মেয়ে (নিহতের নাতনি) শুক্রবার (১ আগস্ট) রাতে আঙুর খাওয়ার সময় একটি আঙুর ফল হাত থেকে পড়ে খাটের নিচে চলে যায়। সেই আঙুরটি আমার মা (রানু বেগম) খাটের নিচ থেকে তুলতে গেলে একটি কোবরা সাপ তাকে দংশন করে।
প্রতিবেশী আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথেই সাপে কাটা রানু বেগম মারা যান।’
গুরুতর আহত অবস্থায় রানু বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শনিবার (২ আগস্ট) সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
