আল-আকসা দখলের হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:১৩ পিএম, ৩রা আগস্ট ২০২৫

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ ও সমগ্র পশ্চিমতীর ইসরায়েলের নিয়ন্ত্রণে আনা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি আরও বলেন, জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করবে ইসরায়েল সরকার।
রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এসব হুমকি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। খবর টাইমস অব ইসরায়েলের।
কাৎজ তার পোস্টে বলেন, তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম তীর এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।
তিনি আরও দাবি করেন, ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে। কিন্তু আমরা জেরুজালেম, পশ্চিম তীর এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।
এর আগে, রবিবার আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেবে।
বেন গিভিরের এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি বলেছে, আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে।
উল্লেখ্য, আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হয়। এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরোনো একটি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, পবিত্র এ মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না। তবে, ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গনে যেতে পারবে।
এসডি/