গণকবর হয়ে উঠছে গাজা, ইসরায়েলি হামলায় প্রাণ ঝরল আরও ১১৯ ফিলিস্তিনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪৯ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের টানা হামলায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট প্রাণহানি বেড়ে ৬০ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে।
রবিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে ১১৯টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৬৬ জন।
বর্তমানে গাজার মোট আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন। অবরোধ এবং টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা বহু এলাকায় পৌঁছাতে পারছেন না, ফলে আসল প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনেরও বেশি আহত হয়েছে। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৭ মে থেকে আহত হয়েছেন আরও ১০ হাজার ৫৭৮ জন।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা।
বিশ্বজুড়ে চলমান এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বের নানা প্রান্ত থেকে ইসরায়েলের আগ্রাসন থামাতে জোরালো আহ্বান জানানো হয়েছে।
এসডি/