জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪২ পিএম, ৫ই আগস্ট ২০২৫


জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
ছবি: জনবাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে নির্মাণাধীন ‘জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিবিধি’-তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 


মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মেহেরপুর কলেজ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সকালে সর্বপ্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আখতারসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।


পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আরএক্স/