শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ৫ই আগস্ট ২০২৫

মাগুরায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে শহীদ মেহেদী হাসান রাব্বির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন মাগুরা জেলার পুলিশ সুপার।
মঙ্গলবার (৫ আগস্ট) শহীদ রাব্বির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অসতর্কতাবশত কবরের চারদিকে নির্মিত দেয়ালের ওপর উঠে যান পুলিশ সুপার। পরে বিষয়টি অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে সরাসরি দুঃখ প্রকাশ করেন এবং এটিকে সম্পূর্ণরূপে একটি অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন,আজ শহীদ মেহেদী হাসান রাব্বির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আমি অসতর্কতাবশত তাঁর কবরের চারদিকে থাকা দেয়ালের উপর উঠে যাই। এটি একান্তই আমার অনাকাঙ্ক্ষিত ভুল ছিল। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও অনেকেই পুলিশ সুপারের তাৎক্ষণিক দুঃখ প্রকাশকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তাঁর স্বীকারোক্তি ও দুঃখপ্রকাশ প্রমাণ করে যে শহীদদের প্রতি সম্মানবোধ থেকে তিনি আন্তরিকভাবে অনুতপ্ত।
উল্লেখ্য, মেহেদী হাসান রাব্বি ছিলেন ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের এক সাহসী মুখ, যিনি তৎকালীন বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে শহীদ হন।
এসডি/