সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় উপদেষ্টা পরিষদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ এএম, ৭ই আগস্ট ২০২৫

দ্বিতীয়বারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি প্রেস ক্লাব সংলগ্ন ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় তার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে গ্রহণ করা হয় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা।
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনের পঞ্চম তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।
প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে বহিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। একমাত্র ১ নম্বর গেট দিয়ে গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়, যেখানে দায়িত্ব পালন করছেন সোয়াত সদস্যরা।
এছাড়া সচিবালয়ের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী — বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেবল সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। স্টিকারবিহীন কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সকাল ১১টা পর্যন্ত সাংবাদিকদেরও প্রবেশে বাধা দেওয়া হয়।
নতুন এক নম্বর ভবন ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। ওই ভবনের সামনে বসানো হয় আর্চওয়ে। ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে আশপাশেও যেতে দেওয়া হয়নি।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনুস প্রথম সচিবালয়ে আসেন গত বছরের ২০ নভেম্বর। তখন ৬ নম্বর ভবনের ১৩ তলায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এটাই তার দ্বিতীয় সচিবালয় আগমন হলেও নতুন ভবনে এটি প্রথম বৈঠক।
উল্লেখযোগ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য়। পরবর্তীতে সংস্কার শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হলে নিয়মিতভাবে সেখানেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।