কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা পুনর্বহালের দাবিতে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উখিয়ার কোটবাজার এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
আরও পড়ুন: স্থলমাইনে আহত বন্যহাতির হামলায় ডাক্তারসহ আহত ১৫
আন্দোলনকারী শিক্ষকরা জানান, কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় ১ হাজার ২৫০ জন স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামেন।
শিক্ষকরা অভিযোগ করেন, এর আগেও একই দাবিতে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। তখন প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পুনরায় অবরোধে নেমেছেন তারা।
এএস