মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে সাবেক শিক্ষকের মামলা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১০ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

ঢাকার কেরানীগঞ্জ আগানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাসির উদ্দিন নামে এক সাবেক শিক্ষককে অবৈধভাবে অপসারণ করে আরেক জনকে নিয়োগের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের (মাউশি) চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ সহকারি জজ দেবী রাণী রায়ের আদালতে সাবেক এই শিক্ষক মামলাটি করেন।
আগামী ২৬ আগস্ট মোকদ্দমার গ্রহণ যোগ্যতার বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন আদালত।
অপর বিবাদীরা হলেন- ওই স্কুলের সাবেক সভাপতি জাকির আহমেদ, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, তার স্ত্রী শিক্ষিকা রাসিদা আক্তার, উপ-আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা, ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা এবং কেরানীগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
বাদীপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বাদী নাসির উদ্দিনকে কোনো প্রকার নোটিশ বা অব্যাহতি না দিয়ে তোফাজ্জল হোসেন তার স্ত্রী রাসিদা বেগমকে সেখানে স্থলাভিষিক্ত করেন।
মোকদ্দমার বিবরণী থেকে জানা যায়, ২০০৫ সালের ৩ মার্চ পত্রিকায় সমাজবিজ্ঞানের শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষাতে ১৮ মার্চ নিয়োগদানের লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হন। ২০ মার্চ তিনি সহকারি শিক্ষক পদে যোগদান করেন। ২০১১ সাল পর্যন্ত তিনি চাকরি করতে থাকেন। জাকির আহমেদ এবং তোফাজ্জল হোসেন বাদী নাসির উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি ধামকি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। ২০১৩ সালের ২২ মার্চ একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাসিদা আক্তারকে জাকির আহমেদ এবং তোফাজ্জল হোসেন ওই পদে ১১ এপ্রিল তাকে যোগদান করান।
অভিযোগে আরও বলা হয়, বাদীর নিয়োগ বিজ্ঞপ্তির কাগজপত্র জাল জালিয়াতি করে রাসিদা আক্তারকে নিয়োগ দেখিয়ে এমপিওভূক্ত করান। যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। বিবাদীদের এমন কর্মকান্ডে বাদী ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
