হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ২০শে আগস্ট ২০২৫

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অসুস্থতার কারণে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি বাসায় ফিরেছেন।
আরও পড়ুন: জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
গত মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি ব্যাংকক থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর রাত ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের বৈঠকেও অংশ নেন। তবে বৈঠক শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সুস্থ আছেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
