এনসিপির কমিটি থেকে একযোগে ১৫ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে আছেন পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সাধারণ সদস্য।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।
আরও পড়ুন: মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইয়াবা কারবারিকে ছিনতাই, গ্রেপ্তার ৪
পদত্যাগী যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। আর সদস্য হিসেবে পদত্যাগ করেছেন- মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আল আমিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, সম্প্রতি ঘোষিত উপজেলা সমন্বয় কমিটি “অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য” প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় তারা কমিটিকে প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় বিপুল পরিমাণ মদসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম আরব অভিযোগ করেন, “প্রধান সমন্বয়কারী অযোগ্য ব্যক্তি। তার বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়া ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। এসব কারণে আমরা পদত্যাগ করেছি।”
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির জানান, বিষয়টি ফেসবুকে জেনেছেন। ইতোমধ্যে বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। জেলা কমিটি বসে বিষয়টি মূল্যায়ন করবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন: শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!
উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্য বিশিষ্ট নকলা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
এএস