সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০৮ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন গুরুতর দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে হিরাজিল এলাকার একটি টিনসেড বাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। এছাড়া হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন ও দুই বোনের মা তাহেরা খাতুন (৬০)।
দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকেন দুই বোন আসমা ও সালমার পরিবার। তাদের মাও একই বাসায় থাকেন। বাড়িটির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনের পাইপ থেকে লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। রাতে সেই গ্যাসে আগুন লেগে মুহূর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ১০ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সেখানে মোট ১০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের দগ্ধের মাত্রা নির্ণয় করা হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
