শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেই রকম।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না তাদের ভবিষ্যৎ নেই : আমীর খসরু
পিআর পদ্ধতির সমালোচনা করে রিজভী বলেন, এই পদ্ধতিতে সাধারণ মানুষের সুখ-দুঃখ বা আনন্দ-বেদনায় পাশে থাকা লোক বাছাই করার সুযোগ নেই। ভোট দিলে দলের প্রতীক অনুযায়ী নির্বাচন হয়, ফলে দল নিজেই প্রতিনিধি বাছাই করে। এর ফলে অনেক অনৈতিক এবং রাজনীতিবিরোধী ঘটনা ঘটতে পারে, রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, হঠাৎ করে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, কিন্তু সাধারণ মানুষ এর গুরুত্ব বুঝতে পারবে না।
আরও পড়ুন: দেশ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, হতাশা বাড়ছে: মির্জা ফখরুল
রিজভী বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়। বরং প্রয়োজনীয় সংস্কার করলে নির্বাচনে অংশ নেবে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা কেউ করলে সেটি অগ্রহণযোগ্য।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
