আসামে সড়ক দুর্ঘটনায় ৫ বিহু শিল্পী নিহত, আহত ১৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


আসামে সড়ক দুর্ঘটনায় ৫ বিহু শিল্পী নিহত, আহত ১৫

আবারও সড়ক দুর্ঘটনার শিকার বিহু শিল্পী দল। শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে এগোরোটায় দুর্ঘটনাটি ঘটে ভারতের আসামরাজ‍্যের গহপুরের টকৌবাড়ি এলাকার রঙাজানে। দুর্ঘটনায় ৫ জন বিহু শিল্পী ঘটনাস্থলে নিহত হয়। 

নিহতরা হলেন, রাধিকা দৈমারি, বুদ্ধিমতী বড়ো, বর্ণালী বড়ো, সঞ্জয় বসুমাতারি ও কারিমন বসুমাতারি। সকলের বয়স ১৪ থেকে ১৭ বছর। আহত হয় ১৫ জন। তাদের মধ‍্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আহত নিহতদের অধিকাংশের বাড়ি তেজপুরের উত্তর কারিবিল ও পুরনো গ‍্যারেজ এলাকায়। বিহু আনন্দে শোকাহত পরিবেশের সৃষ্টি করল এই দুর্ঘটনা। 

পুলিশ জানিয়েছে, বোলোরো পিক আপ ভ‍্যান এএস ২৫ ডিসি ৭৪১৮ নম্বরের এই চালকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। তীব্র বেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়ি চালক পলাতক। 

এই দুর্ঘটনায় আসাম সরকারের মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ‍্য কামনা করেছেন।

এসএ/