রাশেদ খাঁনের প্রতিক্রিয়া: তৌহিদকে কেন গ্রেপ্তার?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মত প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
আরও পড়ুন: ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট: শিবির
রাশেদ খাঁন বলেছেন, এই মামলা ভুয়া মামলা, এবং ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করা আইনের শাসনের পরিপন্থী। তিনি আরও বলেন, তৌহিদ আফ্রিদির তেলবাজি নিয়ে তিনি বরাবরই প্রতিবাদ করেছেন এবং এসব তরুণদের আইডল হওয়া উচিত নয়।
তিনি প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পদে থাকা এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছেন না, যাদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। রাশেদ খাঁন অভিযোগ করেছেন, সরকারের উচ্চপর্যায়ের নিরাপত্তা ও জামিন সুবিধা তাদের দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কড়া হুঁশিয়ারি দিল সারজিস আলম
এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি গ্রেপ্তার করে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
