জি এম কাদেরকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৭ পিএম, ২৯শে আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার না করা হলে সচিবালয় ঘেরাও করা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।
পোস্টে নুর লিখেছেন, জি এম কাদেরকে গ্রেফতার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানাই: জাহিদ হোসেন
এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষই পাল্টা অভিযোগ করেছে।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন ডা. তাহের
অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে।
এ ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
