নুরকে বিদেশে নেওয়ার দাবি নিয়ে বক্তব্য দিলেন ঢামেক পরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসা নিয়ে তার পরিবারের বিদেশে নেওয়ার দাবি প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, নুর এখন ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। দেশে থেকেই তার চিকিৎসা দেওয়া সম্ভব। তবে ফলোআপ চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন তার পরিবার।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে একদল, আখের গোছাতে চাইছে আরেকদল: আমীর খসরু
এসময় হাসপাতালের পরিচালক নুরের কেবিনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান।
গত ৩০ আগস্ট রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: নুর ও লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা এখনও সক্রিয়: শামসুজ্জামান দুদু
পরিচালক আসাদুজ্জামান বলেন, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চোখে জমে থাকা রক্ত দূর হতে লাগবে প্রায় এক থেকে দুই সপ্তাহ। বিভাগীয় প্রধানরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যেই তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে, যদিও খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন। ধীরে ধীরে সেটিও স্বাভাবিক হয়ে যাবে।
নুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
