জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় যা জানাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি।
শনিবার এক বিবৃতিতে দলটি জানায়, এ ধরনের ঘটনা গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশাকে ব্যাহত করবে এবং জনমনে বিভ্রান্তি ও হতাশার জন্ম দেবে।
আরও পড়ুন: বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই হামলা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত প্রকাশ করা গণতান্ত্রিক অধিকার হলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা এক ধরনের স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি অপরিহার্য। কোনো রাজনৈতিক দল টিকে থাকবে কি না তা জনগণের ওপর নির্ভর করে, শক্তি প্রয়োগ বা হিংসাত্মক আচরণের মাধ্যমে কোনো দলকে দমিয়ে রাখা বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
আরও পড়ুন: বছরজুড়েই মহানবীর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
