চলতি বছর ৩৪ দফা বাড়ল সোনার দাম, ভরিতে ছুঁতে পারে ২ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২০ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ বার সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৪ বার দাম বেড়েছে আর কমেছে মাত্র ১৬ বার। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে অস্থিরতা অব্যাহত থাকলে ভরিতে সোনার দাম ২ লাখ টাকার সীমা অতিক্রম করতে পারে।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামের ঘোষণা দেয়।
আরও পড়ুন: আকুর বিল পরিশোধে নেমে এলো দেশের রিজার্ভ
নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার এই দামের ঊর্ধ্বগতির পেছনে রয়েছে আন্তর্জাতিক বাজারের প্রভাব। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, গাজা সংকট, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন। তাছাড়া মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে, যা স্থানীয় বাজারে সোনার দাম বাড়াতে ভূমিকা রাখছে।
আরও পড়ুন: লোকসানে থাকা ব্যাংকের কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুদ্ধকালীন সময়ে বিশ্বজুড়ে সোনা কেনার প্রবণতা বাড়ছে। অনেক দেশ তাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে সোনার পরিমাণ বাড়িয়েছে। এতে বাজারে আরও চাপ তৈরি হয়েছে।
বাংলাদেশেও এ প্রবণতার প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সোনার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে বিক্রি কমে গেছে এবং অনেক কারিগর বেকার হয়ে পড়ছেন। তবে বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল হলে সোনার বাজার আবারও স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।
এএস