ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৭৩ রোগী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৭৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে এক সপ্তাহে ১৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬৪ জন
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১৩৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪১১ জনে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬৩ জন
উল্লেখ্য, দেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২০২৩ সালে, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর আগে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এএস