আরাকান আর্মি টিকে আছে মাদক বিক্রি করে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আরাকান আর্মি এখনো টিকে আছে মূলত মাদক বিক্রির ওপর নির্ভর করে।
তিনি বলেন, তাদের প্রধান অর্থনৈতিক উৎসই হলো মাদক ব্যবসা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে মত প্রকাশ করলেন গোলাম মাওলা রনি
জাহাঙ্গীর আলম জানান, দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে। যদিও আগের তুলনায় এখন বেশি ধরা পড়ছে, তবে নতুন নতুন ধরনের মাদকও বাজারে ঢুকছে এবং তা হোটেল-রেস্তোরাঁয় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
তিনি সতর্ক করে বলেন, মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়বে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা উদ্ধার হচ্ছে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আরও জানান, আরাকান আর্মি বর্তমানে মিয়ানমারের সীমান্তের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। যদিও সম্প্রতি তারা কৃষির দিকে ঝুঁকছে, যা হলে মাদকের প্রবাহ কিছুটা কমতে পারে।
এএস