ট্রাইব্যুনালে ম্যাজিস্ট্রেটের জবানবন্দি

স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছিলেন সাবেক আইজিপি মামুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছিলেন সাবেক আইজিপি মামুন
ফাইল ছবি

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ বিষয়ে তার জবানবন্দি গ্রহণ করেছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিজেও জবানবন্দি দেন তিনি।


আরও পড়ুন: আলোচিত সেই সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন


জবানবন্দিতে ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বলেন, আসামি মামুন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তার আইনজীবীর উপস্থিতিতে অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাকে আড়াই ঘণ্টা সময় দেওয়া হয়েছিল চিন্তা করার জন্য। পরে নিজের বক্তব্য পড়েন ও স্বাক্ষরও করেন।


এসময় হাসিনা ও আসাদুজ্জামান খানের স্টেট ডিফেন্স আইনজীবী জেরার সুযোগ পান।


আরও পড়ুন: সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ


সাবেক আইজিপি মামুন এর আগে স্বীকার করেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। সেই নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে তিনি পান। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার দায় স্বীকার করে তিনি শহীদ পরিবার, আহত শিক্ষার্থী, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমাও চান।


গত বছরের আগস্টে আইজিপি পদ থেকে চুক্তি বাতিল হওয়ার পর সেপ্টেম্বরেই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। এ মামলার ৪০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।


এএস