ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫১ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যেই নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহবাগে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, কোনো ধরনের শ্লোগান বা বিজয় মিছিল করা যাবে না। বিজয় নিশ্চিত হলেও তা উদযাপন না করে নীরবে স্থান ত্যাগ করতে হবে।


আরও পড়ুন: প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি


দেলোয়ার হোসেন আরও বলেন, “আপনারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছেন, এজন্য ধন্যবাদ। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ের পর হট্টগোল বা উত্তেজনা নয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করাই হবে আমাদের করণীয়।”


তিনি নির্দেশনা দেন, ফলাফল ঘোষণার পর দায়িত্বশীলদের পক্ষ থেকে নির্দেশ আসলে সবাই নীরবে চলে যাবেন। উত্তেজনা সৃষ্টি বা অন্য কারও সঙ্গে বিরোধে জড়ানো যাবে না। তাঁর ভাষায়, “এটা শুধু নির্বাচন নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বিজয় অহংকারের নয়, বিনয়ের সঙ্গে গ্রহণ করতে হবে।”


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বড় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি: শিক্ষক নেটওয়ার্ক


উল্লেখ্য, সারাদিন ডাকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। প্রার্থীরা অভিযোগ করেন, এজেন্ট ও পর্যবেক্ষকদের বাধা দেওয়া হয়েছে এবং বহিরাগতদের উপস্থিতি নিয়েও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় যেকোনো উসকানি এড়াতে জামায়াতের এই নির্দেশনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এএস