ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসে বিক্ষোভ
টানা তৃতীয় দিনের মতো ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৪ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে সকাল ৭টা থেকে বিক্ষোভকারীরা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে শত শত বাস, ট্রাক ও ছোট গাড়ি আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন: নরসিংদীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত
হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় স্থানীয় শতাধিক মানুষ সড়কে অবস্থান নেন। একইভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী, নওয়াপাড়া ও পুখুরিয়া এলাকায় বিক্ষোভকারীরা অবরোধ চালিয়ে যান। সকাল সাড়ে ৭টার পর থেকে ভাঙ্গা গোলচত্বরে আরও মানুষ জড়ো হয়ে অবস্থান নেন।
অবরোধকারীরা জানান, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার গেজেট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাদের দাবি, “ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই।” প্রয়োজনে দীর্ঘ সময় সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
আরও পড়ুন: কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, ভোর থেকে দুই মহাসড়কে শত শত মানুষ সড়ক দখল করে বসে আছে। তাদের আন্দোলন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা টানা বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন এবং আদালতে রিট দায়ের করে আসছেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চুমকিকে ফুল দিয়ে বরণ করা রাশেদ এখন যুবদল নেতা

নরসিংদীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
