বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

আল্লাহর প্রিয় হাবিব, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য ও আধ্যাত্মিক পরিবেশে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত শাহসুফি খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মাহাত্ম্য ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির আমল করবেন যেভাবে
উক্ত মিলাদ-মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন, মহানবীর (সা.) জীবনাদর্শ আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রছাত্রীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয় এটি এক আধ্যাত্মিক শিক্ষার আলোঘর, যেখানে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা হয়।
আরও পড়ুন: বিপদে আল্লাহর ওপর ভরসা রাখতে না পারলে যে ক্ষতি
মিলাদ-মাহফিল শেষে অতিথিদের মাঝে তবারুক বিতরণ করা হয় এবং সবার হৃদয়ে নবীপ্রেমের এক অভাবনীয় আলো ছড়িয়ে পড়ে।
আরএক্স/