বাগেরহাটে আরও ৩ দিনের সকাল-সন্ধ্যা হরতালের ডাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ বসিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন।
নেতাকর্মীদের দাবি অনুযায়ী, জেলার ৯টি উপজেলার অন্তত দুই শতাধিক স্থানে তারা অবস্থান নেন। এতে বাগেরহাট কার্যত দেশের অন্যান্য জেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিশেষ করে আন্তঃজেলা সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: সুন্দরবনে বিষ ব্যবহার করে চিংড়ি আহরণকালে আটক ৫
হরতালের কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বাজার অচল হয়ে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ছে। এদিকে, সকাল থেকেই কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতু, ফতেপুর বাজার, সিএন্ডবি বাজার, সাইনবোর্ড ও কাটাখালিসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
দোকানদাররা বলছেন, দোকান খোলা রাখা যাচ্ছে না, আবার মালামাল পরিবহনেও বাধা সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই তাদের লোকসান গুনতে হচ্ছে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
এদিন ফকিরহাটের কাটাখালী মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির জরুরি সভা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সোম, মঙ্গল ও বুধবার (১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও কমিটির কো-কনভেনর এম.এ সালাম বলেন, "এ আন্দোলন কোনো দলের জন্য নয়, এটি জনগণের স্বার্থে। ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।"
এএস