নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি, শপথ নেবেন আজ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৩ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৫


নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি, শপথ নেবেন আজ
ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। 


শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।


শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় শপথ নেবেন তিনি। জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়।


আরও পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক কাতারের, পূর্ণ সমর্থন পাকিস্তানের


একটি সূত্র জানিয়েছে, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তার সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে এবং আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। এ বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভে ফেনে পড়েন বিক্ষোভকারীরা।


মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন কেপি শর্মা অলি। এরপর তিনি গা ঢাকা দেন। ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এরমধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।


কেপি শর্মার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। বেশিরভাগ মানুষ সুশীলা কার্কির নাম প্রস্তাব করলেও একটি পক্ষ কুলমান গিসিং নামে এক প্রকৌশলীকে প্রধানমন্ত্রী বানানোর দাবি জানান। কুলমান গিসিং নেপালের বিদ্যুৎ সমস্যা দূর করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। তবে সব শঙ্কা দূর করে এখন সুশীলা কার্কিই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন।


আরও পড়ুন: নেপালের মতো গণ-অভ্যুত্থানের ডাক এবার পশ্চিমবঙ্গে!


সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে।


তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একবার ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন, ভারত নেপালকে অনেক সহায়তা করেছে। সূত্র: এনডিটিভি।


এমএল/