‘ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণ করে মামলার তদন্ত আগাবে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণ করে মামলার তদন্ত আগাবে’

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় ছবি-ফুটেজ বিশ্লেষণ করে মামলার তদন্ত আগাবে। দোষীদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগের পুলিশ লাইনসে আয়োজিত বার্ষিক আজান, কোরআন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ তথ্য জানান।

আইজিপি বলেন, ‌‘নিউমার্কেটে কী ঘটেছে তা সবাই দেখেছে। পুরো ঘটনার ছবি ও ফুটেজ আছে। সহিংসতার মামলায় কাউকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে বেনজীর আহমেদ বলেন, রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, হবেও না।’

এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট শুভ্রা চক্রবতী মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন।

এর আগে বুধবার (২০ এপ্রিল) রাতে পুলিশ বাদী হয়ে দু’টি মামলা করে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। মামলা দুটিতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

এসএ/