মদ‍পান করলে স্টার্ট হবে না গাড়ী, দুর্ঘটনা কমাতে অভিনব আবিষ্কার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


মদ‍পান করলে স্টার্ট হবে না গাড়ী, দুর্ঘটনা কমাতে অভিনব আবিষ্কার

ভারতে ক্রমশ বাড়ছে যানবাহনের সংখ‍্যা। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। এমনকি প্রত‍্যেকদিন কয়েকশত মানুষ দেশজুড়ে প্রাণহানী হচ্ছে পথ দুর্ঘটনায়। এছাড়াও দুর্ঘটনা এড়াতে একাধিক সরকারি কর্মসূচি গ্রহন করা হলেও কিছুতেই মিলছে না সুরাহা। যদিও অধিকাংশ ক্ষেত্রেই মদ‍্যপ হয়ে গাড়ি চালানোর জন‍্য এইসব দুর্ঘটনা ঘটে। এমনকি, যতদিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে এই প্রবনতা। 

তবে এবার এই প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে এক অভিনব আবিষ্কার করেছেন আমাদের দেশেরই তিন ইঞ্জিনিয়ার। আর তাঁদের এই অভিনব উদ্ভাবনে কার্যত এড়িয়ে যাওয়া সম্ভব সড়ক দুর্ঘটনা। মূলত, এই তিন ইঞ্জিনিয়ার মিলে এমন একটি ডিভাইস আবিস্কার করেছেন তার ফলে মদ‍্যপ অবস্থায় কেউই আর গাড়ি চালাতে পারবেন না। শুধু তাই নয়, ওই ডিভাইসের ফলে দুর্ঘটনা এড়াতে মদ‍্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে স্টার্ট হবে না গাড়িটিও। 

জানা যায় যে, ভারতের ঝাড়খন্ডের অন্তগর্ত পূর্ব বারিয়া অঞ্চলে তিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ সুমন, অজিত যাদব এবং মনীশ বাল মুচু এক সাথে তৈরি করেছেন একটি অদ্ভূত যন্ত্র। সেটি গাড়ি চালানোর আগে ড্রাইডার আদৌ নেশাগ্রস্ত অবস্থায় আছেন কিনা তা পরীক্ষা করে দেখবে। এমণ কি যদি এই যন্ত্রটি পরীক্ষা করে বুঝতে পারে যে সংশ্লিষ্ট চালক গাড়ি চালানোর মত অবস্থায় নেই, তাহলে সে ক্ষেত্রে গাড়িটি স্টার্ট ও হবে না কিছুতেই। আর এভাবেই এড়ালে যাবে দুর্ঘটনা। 

মূলত, এই তিনজন ইঞ্জিনিয়ার দুজন ওভারম‍্যানকে নিয়ে এই যন্ত্রটি তৈরি করেছেন।

এসএ/