ভোর বেলায় মেয়র আতিকের হঠাৎ অভিযান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: মহানগর আবাসিক এলাকা ও পশ্চিম রামপুরা রোডে অভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় ফুটপাতে নির্মাণসামগ্রী রাখায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র।
বুধবার (১৯ জানুয়ারি) ভোরে মেয়র এই অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নির্মাণাধীন ভবনের মালামাল ফুটপাতে পড়ে থাকতে দেখেন। পরে ভবনটির কেয়ারটেকারকে ডেকে পাঠান এবং কেন ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা হয়েছে জানতে চান। এ সময় অব্যবস্থাপনার কারণে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশও দেন তিনি। ফুটপাত দখলের দায়ে জরিমানারও নির্দেশ দেন।
মেয়র ভবনের কেয়ারটেকারকে বলেন, ‘মানুষ রাস্তা দিয়ে হাঁটবে না? এটা কি তোমার রাস্তা? এটা জনগণের রাস্তা। এটা এখানে রাখলে কেন? ভেতরে রাখতে পারলে না? ভেতরে তোমাদের জায়গা নেই? এখন সব মালামাল থানায় যাবে।’
মেয়র অপর একটি নির্মাণাধীন ভবনে গিয়ে একই চিত্র দেখতে পান। সেখানেও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পরে মেয়র সব মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবনের ডেভেলপার কোম্পানি ও সাইট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ভবনের কেয়ারটেকারদের উদ্দেশ করে মেয়র বলেন, ‘তোমরা এখানে মালামাল রেখেছ। আমার জনগণ ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না। তোমাদের মালামাল গিয়ে ড্রেন নষ্ট করছে। রাস্তা নষ্ট হচ্ছে। এভাবে তো চলতে পারে না।’
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
