বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলাকেটে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

রাজশাহী ব্যুরো: সম্পত্তি ও দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যা করেছে ছেলে ও পুত্রবধূ। এ ঘটনায় ছেলে স্বপন ও তার স্ত্রী সুমি খাতুনকে আটক করেছে পুলিশ। পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে নিহত বাবা সাজ্জাদ হোসেনের মরদেহ বাথরুমের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে। নগরীর দামকুড়া থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জনবাণীকে জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজের ঘটনায় তার আরেক ছেলে আবদুল হাদী থানায় জিডি করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ আরেক ছেলে স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। পতিনি তার বাবা সাজ্জাদের মাথায় পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে গলাকেটে হত্যা করেন। হত্যার পর বাবা সাজ্জাদ হোসেনের মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকিতে ফেলে দেয়।
নিহতের স্বজনরা জানান, এক বছর আগে হত্যাকারী স্বপনের মা মারা যায়। এরপর তার বাবা বাসায় দ্বিতীয় বিয়ে করার কথা বললে সম্পত্তি ভাগ হয়ে যাবে এই চিন্তা থেকে বাবাকে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দেশে প্রতিদিন প্রবাসী আয় আসছে ১১ কোটি ডলারেরও বেশি

হাসপাতালে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে যা জানালেন সদস্য সচিব

‘দিনের ভোট রাতে’ করে পুরস্কারস্বরূপ ফ্ল্যাট পাওয়া ১২ জনকে তলব
