Logo

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ২০:০১
23Shares
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন | ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি নিজেই ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের আইডি থেকে একটি পোস্টে তিনি লিখেছেন, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।”

এর আগে একই আইডি থেকে হ্যাশট্যাগ ব্যবহার করে ‘#Resignation’ লেখা একটি পোস্ট দেওয়া হয়েছিল। তবে আইডিটি ‘অনলি ফ্রেন্ড’ সেটিংয়ে থাকার কারণে শুধুমাত্র রাষ্ট্রপতির বন্ধু তালিকাভুক্ত ব্যক্তিরাই পোস্টটি দেখতে পেয়েছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়া সত্ত্বেও তিনি স্বপদে বহাল রয়েছেন। যদিও তার পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও সমালোচনা রয়েছে। বিশেষ করে বিভিন্ন ছাত্র সংগঠন তার অপসারণের দাবি জানিয়েছে, তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাকের এই ঘটনায় অনলাইনে এবং রাজনৈতিক মহলে ক্ষণস্থায়ী উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পোস্টটি ‘অনলি ফ্রেন্ড’ সেটিংয়ে থাকার কারণে সাধারণ জনগণের মধ্যে সরাসরি বিভ্রান্তি সীমিত রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD