অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার সাইফ গাজীর ছেলে ৩৫ বছর বয়সী রিপন গাজী। একই উপজেলার কাচিয়ারা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ৫০ বছর বয়সী মাসুদ পাটওয়ারী ও একই এলাকার ৪৫ বছরের লিটন হাজারী।

দুর্ঘটনায় আহত রিকশাচালক ৬০ বছরের খোরশেদ শেখকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জনবাণীকে জানান, “নিহত সকলেই একটি অটোরিকশার যাত্রী ছিলেন। গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।”

এসএ/