মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটকিপারকে আসামি করে মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটকিপারকে আসামি করে মামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি দায়ের করা হয়।

দায়িত্বে অবহেলার অভিযোগ এনে গেটকিপার সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি করেন রেলওয়ে পুলিশের এএসআই মো. জহির।

শনিবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওআ/