গোপালগঞ্জে Nature is the best teacher শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গোপালগঞ্জে Nature is the best teacher শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে ম্যাসলো বাংলাদেশ ও ইন্সপারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার সংগঠনের যৌথ উদ্যোগে 'Nature is the best teacher' নামক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) গোপালগঞ্জের শেখ ফজলুল হক অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে গোপালগঞ্জের সদর উপজেলার ৫০ জন বিজ্ঞান শিক্ষক ও বাছাইকৃত প্রায় ২০০ স্কুল শিক্ষার্থী সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির  সহ ম্যাসলো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর শারমিন আফরোজ সুমি।

গণিত ও বিজ্ঞানের বিভিন্ন স্তরের সাথে দৈনন্দিন জীবনযাত্রার যোগাযোগকে সহজ করতে কত কম খরচে, কত কম আয়োজনে গণিত ও বিজ্ঞান শিক্ষাকে পথে-ঘাটে , গ্রামে-গঞ্জে , শহরে-বন্দরে জীবনঘনিষ্ঠ করে তোলা যায় সে ব্যাপারে আলোচনা করেন প্রধান অতিথি প্রফেসর ড. শমসের আলী। এ সময়ে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে সহজ ও বোধগম্য জীবন ও পরিবেশ ভিত্তিক অনেক উদাহরণ তুলে ধরা হয়।

সেমিনারে তিনি বলেন, ‍“শিক্ষকদেরও জানতে হবে যে, বিজ্ঞান ও গণিত পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাঠ্যপুস্তকের বাইরে প্রকৃতিতে যে জীবন বিরাজ করে, সেখানে বিজ্ঞানের সুন্দর আয়োজন রয়েছে যা তরুণদের সামনে তুলে ধরতে হবে।”

শারমিন আফরোজ সুমি বলেন, “আমাদের প্রকৃতি সম্পর্কে ভালো ধারণা লাভ করতে হবে। প্লাস্টিকের  ব্যবহারে সচেতন হতে হবে।”

এসময় তিনি বিজ্ঞান চর্চার কথাও উল্লেখ করেন তিনি। সবশেষে তিনি 'Nature is the best teacher' প্রোগ্রামের সহযোগী সংগঠন ইন্সপারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসএ/